| |
               

মূল পাতা জাতীয় ১৬ মে পর্যন্ত বাড়ল ‘সর্বাত্মক লকডাউন’


১৬ মে পর্যন্ত বাড়ল ‘সর্বাত্মক লকডাউন’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     03 May, 2021     03:20 PM    


করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান ‘সর্বাত্মক লকডাউন’-এর মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আজ সোমবার থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে। ’

উল্লেখ্য, এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারপ্রধান শেখ হাসিনা। সচিবালয় থেকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা।