| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন সারাদেশে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু আজ


সারাদেশে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু আজ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     18 March, 2021     12:01 PM    


বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষা বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে সারা দেশে শুরু হচ্ছে। চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। সারা দেশে মোট ১ হাজার ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেফাক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, এ বছর ফজিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহফিযুল কোরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল কিরাআত মারহালার মোট ২ লাখ ৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রসংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৪ জন এবং ছাত্রীসংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৯ জন।

অন্যদিকে আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষা।
-জেড