| |
               

মূল পাতা মুসলিম ঐতিহ্য হেবরুনের প্রাচীনতম মসজিদের আজানে ইসরায়েলের নিষেধাজ্ঞা


হেবরুনের প্রাচীনতম মসজিদের আজানে ইসরায়েলের নিষেধাজ্ঞা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 February, 2021     01:36 PM    


ইহুদি ধর্মাবলম্বীদের পুরিম উৎসববের অজুহাতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরুন এলাকার প্রাচীনতম ইবরাহীমী মসজিদের আজানে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। তবে ইসরাইল বলছে, সাময়িক সময়ের জন্য তারা এ নিষেধাজ্ঞা দিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটর-এর।

এ বিষয়ে ইবরাহীমী মসজিদের প্রধান শায়খ হাফজি আবু সানিনা বলেন, গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধা পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ নিষেধজ্ঞা আন্তর্জাতিক আইন প্রদত্ত ধর্মীয় উপাসনার স্বাধীনতাকে লঙ্ঘন করে।

অনেক দিন যাবত ইবরামি মসজিদের পুননির্মান কাজে নানা রকম বিধিনিষেধ আরোপ করে আসছে ইসরায়েলি দখলদার সেনারা। ফিলিস্তিনি আরবদের উচ্ছেদ করে পশ্চিম তীরের ঐতিহ্যবাহি হেবরুন নগরীকে ইহুদিদের জন্য উম্মুক্ত করার কাজ করছে ইসরায়েলি দখলদার বাহিনী।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ইবরাহিমি মসজিদে ইসরায়েলি দখলদার সেনারা গণহত্যা চালায়। এ সময় ২৯ মুসল্লিকে নামাজরত অবস্থায় হত্যা করা হয় এবং ১৫০ জনের বেশি আহত হয়।
-জেড