| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী রাজধানীতে মূর্তি স্থাপনের প্রতিবাদে সমাবেশ


রাজধানীতে মূর্তি স্থাপনের প্রতিবাদে সমাবেশ


রহমতটোয়েন্টিফোর প্রতিবেদক     13 November, 2020     07:06 PM    


রাজধানীতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে সমাবেশ করেছেন আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষ। এতে বক্তারা ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা ধুপখোলা মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ও স্থানীয় আলেম-উলামা।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘সরকার মদিনার সনদে রাষ্ট্র চালানোর অঙ্গীকার দিয়ে ক্ষমতায় এসে মূর্তি স্থাপনসহ বিভিন্ন অনৈসলামিক কাজে লিপ্ত রয়েছে। আমরা সরকারের কাছে জানতে চাই, মূর্তি স্থাপনের কথা কোন মদিনার সনদে রয়েছে? মুসলমানদের এ দেশকে মূর্তির রাজ্যে পরিণত করতে দেওয়া হবে না। ময়মনসিংহে যে নির্লজ্জ ভাস্কর্য রয়েছে, তা কোন সভ্য রাষ্ট্রে থাকতে পারে না। অবিলম্বে সরকারকে এসব কার্যকলাপ বন্ধ করতে হবে।’

সভাপতির ভাষণে মুফতি ফয়জুল করিম বলেন, ‘ভাস্কর্যের নামে যে মূর্তি স্থাপনের ষড়যন্ত্র চলছে, আমরা তৌহিদী জনতা এটা ঐক্যবদ্ধভাবে রুখে দেব। ধোলাইপাড়ে কোনওভাবেই মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী প্রমুখ।
-জেড


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: