| |
               

মূল পাতা আন্তর্জাতিক নাগার্নো-কারাবাখে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন


নাগার্নো-কারাবাখে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     11 November, 2020     01:22 PM    


কয়েক সপ্তাহের ভয়াবহ যুদ্ধের অবসানে আর্মেনিয়া ও আজারবাইজান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। এ লক্ষ্যে বিরোধপূর্ণ নাগার্নো-কারাবাখে রাশিয়ার ২ হাজার শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে। খবর এএফপি’র।

এ চুক্তির ফলে আপাত চোখে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হলেও যে কোনও সময় আবার বাধতে পারে বিরোধ। কারণ ইতোমধ্যে ৩ বার যুদ্ধবিরতির চুক্তি করেও উভয় পক্ষ বারবার চুক্তি ভঙ্গ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আর্মেনিয়া প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ শান্তি চুক্তির ঘোষণা দেন।

পশিনিয়ান বলেন, এ চুক্তি ‘আমার এবং আমাদের জনগণের জন্য অবর্ণনীয় বেদনাদায়ক।’ অপরদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ চুক্তিকে আর্মেনীয়দের আত্মসমর্পণ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে এ চুক্তিতে আজারবাইজানিরা আনন্দ প্রকাশ করলেও বিপরীত চিত্র আর্মেনিয়ায়। সেখানকার জনগণ ইতোমধ্যে চুক্তির বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। সেখানে বিক্ষোভকারীরা এ ভূখণ্ড হাতছাড়া করার জন্য তাদের নেতাদের প্রতি নিন্দা জানাতে রাজপথে অবস্থান নেয়।

প্রসঙ্গত, ১৯৯০ এর দশকের গোড়ার দিকে যুদ্ধ চলাকালে এ ভূখণ্ড আজারবাইজানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে।
-জেড