| |
               

মূল পাতা সারাদেশ জেলা হাজীগঞ্জে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার, আটক ২


হাজীগঞ্জে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার, আটক ২


মফস্বল ডেস্ক     24 June, 2024     10:38 PM    


চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি স্থানের বসতবাড়ি থেকে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ৮টি খালি চালের বস্তাও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত গোপন সংবাদের ভিত্তিতে ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, চালের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এই চাল প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জিআর প্রকল্পে বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এ চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন। এ ঘটনায় রাতেই হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে পুলিশ।

সহকারী কমিশনার রিফাত জাহান বলেন, ‘চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।’

অভিযানের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসাইনসহ পুলিশের একাধিক দল উপস্থিত ছিলেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চাঁদপুর হাজীগঞ্জ