| |
               

মূল পাতা সারাদেশ জেলা শ্রীপুরে ট্রাকচাপায় শিশু নিহত


শ্রীপুরে ট্রাকচাপায় শিশু নিহত


মফস্বল ডেস্ক     09 June, 2024     08:51 AM    


গাজীপুরের শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় একটি শিশু নিহত হয়েছে। রোববার (৯ জুন) দুপুর ২টায় ট্রাকচাপায় তরিকুল ইসলাম নামে ৭ বছরের ওই শিশু নিহত হয়।

জানা যায়, তরিকুলের বাড়ি গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে মাওনা-শ্রীপুর অঞ্চলিক সড়কের সিআরসি কারখানা সংলগ্ন সড়কের ওপর ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থী তরিকুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুলছাত্র তরিকুল তার মায়ের সঙ্গে বড় ভাই জাহাঙ্গীরের ভাড়া বাসায় বেড়াতে আসে। সেখান থেকে তার ফুফুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার শিকার হয় তরিকুল।

এ বিষয়ে এসআই সোহেল আল মামুন বলেন, ‘ময়নাতদন্তের জন্য তরিকুলের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর শ্রীপুর