| |
               

মূল পাতা অর্থনীতি সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপির মান


সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপির মান


আন্তর্জাতিক ডেস্ক     16 April, 2024     12:30 PM    


যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে ভারতের রুপির দাম আরও কমেছে। সোমবার (১৫ এপ্রিল) সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেছে ভারতীয় মুদ্রার মান। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে এশিয়ার মুদ্রাগুলোর অবমূল্যায়ন ঘটেছে। অন্যান্য সম্পদ ঝুঁকিতে পাড়েছে। ফলে ভারতীয় মুদ্রার অবনমন ঘটেছে।

আলোচ্য কার্যদিবসের শেষদিকে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৩ রুপি ৪৫০০ পয়সায়। গত শুক্রবার যা ছিল ৮৩ রুপি ৪১২৫ পয়সা। চলতি মাসের শুরুতে ইতিহাসে সর্বনিম্নে নেমে যায় ভারতের মুদ্রা। সেসময় ডলারপ্রতি দর দাঁড়ায় ৮৩ রুপি ৪৫৫০ পয়সায়।

এদিন সেটারই কাছাকাছি রয়েছে ইন্ডিয়ান কারেন্সি। আলোচিত কর্মদিবসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) আমদানিকারকদের ব্যাপক ডলার সরবরাহ করেছে। ফলে বড় দরপতনের হাত থেকে রক্ষা পেয়েছে ভারতীয় রুপি।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সাচদেভা বলেন, বিদেশি অর্থপ্রবাহ বেড়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ডলার জোগান দিয়েছে। তাতে ভারতীয় মুদ্রার বড় পতন ঘটেনি।  

তিনি আরও বলেন, যদি মধ্যপ্রাচ্য সংকটের অবনতি ঘটে, তাহলে ভারতের মুদ্রা আরও চাপে পড়বে। স্থানীয় ইউনিটের অধিক পতন ঘটতে পারে।