| |
               

মূল পাতা আরো তথ্য প্রযুক্তি বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো


বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো


তথ্যপ্রযুক্তি ডেস্ক     15 April, 2024     03:18 PM    


বিশ্বের প্রথম ‘ফুল লেভেল ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো। গেলো শুক্রবার (১৩ এপ্রিল) চীনের বাজারে লঞ্চ করা হয়েছে ‘অপো এ-৩ প্রো’ মডেলের এই ফোন। অপোর পক্ষ থেকে বলা হচ্ছে, এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ পানি নিরোধক স্মার্টফোন।  এই ফোন পানিতে পড়লেও ভিজবে না। এতে ঢুকবে না ধুলা-বালিও। কেননা, এই ফোনটি আইপি৬৯ রেটিংপ্রাপ্ত। 

অপো এ৩ প্রো ফোনে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে। এতে থাকছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। 

এই ফোনের ডিসপ্লে কার্ভড। এতে ওএলইডি প্যানেল ব্যবহৃত হয়েছে। ফোনটিতে একটি শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকছে। হ্যান্ডসেটটি চলবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫০ প্রসেসসর দিয়ে। এটি একটি ৫জি চিপসেট। যা  ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সমর্থন করে। 

ফোনের পেছনে থাকছে তিনটি ক্যামেরা। যার মূল ক্যামেরা সেন্সর ৬৪ মেগাপিক্সেলের।

অপোর এই ফোন সম্পূর্ণ পানিরোধী। এটি বেশ টেকসইও। এই ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও খুব বেশি ক্ষতিগ্রস্থ হবে না। এছাড়াও, কোম্পানি চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি দেবে।

তথ্যসূত্র: গিজচায়না