| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের ভর্তি শুরু আগামী বৃহস্পতিবার 


জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের ভর্তি শুরু আগামী বৃহস্পতিবার 


আলাউদ্দীন বিন সিদ্দীক     15 April, 2024     03:32 PM    


যুগশ্রেষ্ট বুযুর্গ আমীরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত রাজধানীর ঢাকার জামিয়া নুরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর, ঢাকার ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার (১৮ এপ্রিল, ৮ শাওয়াল) সকাল ১০টা থেকে শুরু হবে। মাদরাসার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোটা পূরণের পূর্বেই ভর্তি হতে আগ্রহী সকল শিক্ষার্থীকে ফরম সংগ্রহ করে যথাসময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার বিশেষভাবে আহবান জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

ভর্তির নিয়মাবলী:
১. ভর্তির সময় ছাত্রের সাথে অভিভাবক উপস্থিত থাকতে হবে।
২. কিতাব বিভাগের ১ম জামাতে ভর্তি হওয়ার জন্য পূর্ণ কুরআন শুদ্ধভাবে পড়তে পারার পাশাপাশি জেনারেল বিষয়ে ক্লাস ফোর পড়ার উপযোগী হতে হবে।
৩. ভর্তি ফরম সংগ্রহ করতঃ তা শুদ্ধভাবে পরিপূর্ণরূপে পূরণ করতে হবে। কোনো ধরনের কালার কলম বা ফুইট ব্যবহার করা যাবেনা। ব্যবহার করলে ফরম বাতিল বলে গন্য হবে।
৪. দুই কপি পাসপোর্ট সাইজের (নীল ব্যাগ্রাউন্ড) ছবি, নিজ এন আইডি বা অনলাইন জন্মনিবন্ধনের মূল কপি এবং অভিভাবকের এন আইডির ফটোকপি জমা দিতে হবে।
৫. আখলাকি সনদ নেয়ার পর ভর্তি পরীক্ষা দিয়ে নাযেমে তা'লীমাতের স্বাক্ষর নিতে হবে।
৬. হযরত মুহতামিম সাহেবের চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
৭. ভর্তির সময় ভর্তির পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।
৮. ভর্তির সময় এক মাসের আবাসিক ফি ও খাবারের টাকা জমা দিতে হবে।
৯. অনাবাসিক ছাত্রের ভর্তি নেয়া হবে না।

বিশেষ ঘোষণা :
১. ইফতা বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা ৮ই শাওয়াল বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে এবং পরবর্তী দিন বাদ জুমা পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে।
২. উর্দু ও তাইসির (ক) জামাতে ১৪ বছরের অধিক বয়সের ছাত্রকে ভর্তি নেয়া হবে না ।