| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল খেলাফত কায়েম করে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : খেলাফত আন্দোলন


খেলাফত কায়েম করে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : খেলাফত আন্দোলন


রহমত নিউজ     26 March, 2024     10:41 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা  আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন,  মুক্তিযুদ্ধে পাকিস্তানি জালেম বাহিনী পরাজিত হলেও দেশে জুলুম, শোষন বন্ধ হয়নি। দেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না। পূজা, গান-বাজনা ও সভ্যতা বিরোধী অপসংস্কৃতি অনুষ্ঠানের অনুমতি মিললেও ইফতার মাহফিলের অনুমতি পাওয়া যায় না। প্রকৃত স্বাধীনতা অর্জনে দেশপ্রেমিক জনগনকে ঐক্যবদ্ধ ভাবে বাতিলের মোকাবেলা করতে হবে এবং দেশে কোরআন সুন্নাহর আলোকে ইনসাফ ভিত্তিক খেলাফত শাসন কায়েম করে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) বাদ আছর রাজধানীর কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে মহান স্বাধীনতা সংগ্রামে হাফেজ্জী হুজুরসহ ওলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা ও গণ ইফতার মাহফিলে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মুহিউদ্দিন, মুফতী ফখরুল ইসলাম, অ্যাডভোকেট লিটন চৌধুরী, মুফতী ইলিয়াছ মাদারিপুরী, ইঞ্জিনিয়ার মুফাচ্ছির হোসাইন ও মুফতি আকরাম হুসাইন প্রমুখ। উপস্থিত ছিলেন  মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, খেলাফত আনে যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী,

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জাতিকে অবগত করতে হবে। স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরামের যে ভূমিকা ছিল তা জাতির কাছে তুলে ধরতে হবে। প্রকৃত ইতিহাস আড়াল করে ওলামায়ে কেরামকে ঢালাওভাবে স্বাধীনতা বিরোধী বানানোর অপচেষ্টা চলছে। নাস্তিক মুরতাদদের মিথ্যা অপবাদে হাফেজ্জী হুজুর সড়ক নামটি বাদ দেয়া হয়েছে। অবিলম্বে তা পুনর্বহাল করতে হবে।