| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৪৫


আফগানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৪৫


মুসলিম বিশ্ব ডেস্ক     09 October, 2023     10:43 AM    


আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৫ জনে। রবিবার তালেবান কর্তৃপক্ষ মৃতের নতুন সংখ্যা জানিয়েছে। মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার স্থানীয় সময় সকালে হেরাতের উত্তর-পশ্চিমে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় হেরাতের উত্তর-পশ্চিমে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি। চলতি বছরে এটি বিশ্বের দ্বিতীয় ভয়াবহতম ভূমিকম্প। এর আগে ফেব্রুয়ারিতে সিরিয়া-তুরস্কে ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

তালেবান সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় রয়টার্সকে বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৫ জনে। সংশোধিত আহতের সংখ্যা ২ হাজারের বেশি। এর আগে তিনি বলেছিলেন আহতের সংখ্যা ৯ হাজার ২৪০ জন। ১ হাজার ৩২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইরান সীমান্তবর্তী অঞ্চলে দশটি উদ্ধার টিম কাজ করছে।

হেরাতের স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা বলেছেন, বিভিন্ন হাসপাতালে ২ শতাধিক মৃতকে পাওয়া গেছে। এদের বেশিরভাগ নারী ও শিশু। হাসপাতাল, সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হেরাতের মূল হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। হাসপাতালের বাইরে অনেক রোগীর জন্য বেড প্রস্তুত করা হয়েছে।

কাতারে তালেবানের রাজনৈতিক কার্যায়ল এক বার্তায় বলেছে, জরুরি ভিত্তিতে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, পোশাক ও তাঁবুর প্রয়োজন। গত বছরের জুন মাসেও বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের পাকতিকা প্রদেশ। ৫ দশমিক ৯ মাত্রার কম্পনে ১ হাজারের বেশি প্রাণহানি দেখেছে আফগানিস্তান।