| |
               

মূল পাতা সারাদেশ জেলা মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসি মালিকের জরিমানা


মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসি মালিকের জরিমানা


মফস্বল ডেস্ক     13 September, 2023     09:44 PM    


দিনাজপুরের বিরামপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের কয়েকটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর সহকারী পরিচালক মমতাজ বেগম। নকল, ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারের বেশিরভাগ ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ সময় এসকে ফার্মেসীকে দুই হাজার টাকা, স্বাধীন ফার্মেসীকে ১০ হাজার টাকা, মোহাম্মদ মেডিসিন ষ্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনায় সহায়তা করে বিরামপুর থানা পুলিশ এর একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর দিনাজপুর দিনাজপুর সদর