| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ জম্মু ও কাশ্মীর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে; প্রশ্ন সুপ্রিম কোর্টের


জম্মু ও কাশ্মীর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে; প্রশ্ন সুপ্রিম কোর্টের


আন্তর্জাতিক ডেস্ক     30 August, 2023     01:15 PM    


জম্মু ও কাশ্মীর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে, তা সরকারের কাছে জানতে চেয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। 

মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাতে বলেছেন। এরপর আদালতকে বলা হয়, সরকার বৃহস্পতিবার এ বিষয়ে একটি ‘ইতিবাচক বিবৃতি’ দেবে। খবর- এনডিটিভি। 

শুনানিতে কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা অস্থায়ী ব্যবস্থা। এর পর আদালত বলেন, অস্থায়ী ব্যবস্থার স্থায়ী সমাধান কবে হবে? এটি শেষ হতে হবে। আপনি কখন প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করবেন তা আমাদের নির্দিষ্ট সময়সীমা দিন। আমরা এটি রেকর্ড করতে চাই। 

উত্তরে মেহতা বলেন, আমি বৃহস্পতিবার একটি ইতিবাচক বিবৃতি দেব। তবে লাদাখ একটি কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে থাকবে। 

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়। রাজ্যের তকমাও কেড়ে নেওয়া হয়। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে একাধিক মামলা হয়। সেই মামলাগুলো একত্র করে গত ২ জুলাই থেকে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে ধারাবাহিক শুনানি শুরু হয়।