| |
               

মূল পাতা সারাদেশ অপসাংবাদিকতায় দেশ ভরে গেছে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান


অপসাংবাদিকতায় দেশ ভরে গেছে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান


রহমত নিউজ ডেস্ক     21 August, 2023     08:07 AM    


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নসহ সার্বিক কল্যাণের জন্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। অপসাংবাদিকতায় দেশ ভরে গেছে। এটি নিয়ন্ত্রণের সময় এসে গেছে। প্রেস কাউন্সিলকে আরো আধুনিক করতে সব ধরণের সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রণালয়। প্রেস কাউন্সিল আইন বাস্তবায়ন করা হয়েছে। নতুন সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক করা হয়েছে।  

রবিবার (২০ আগস্ট)বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের সার্কিট হাউস মিলনায়তনে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি সাংবাদিকতার নীতিমালা শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও অতিরিক্ত পুলিশ সুপার লিজা আক্তার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক সামসুজ্জোহা বাবলু, রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, সাংবাদিক কামরুল ইসলাম রুবাইয়াত, মজিবর রহমান খান প্রমুখ। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর