| |
               

মূল পাতা সারাদেশ জেলা বিএনপির আন্দোলনের কোন ভিত্তি নেই : শিক্ষামন্ত্রী


বিএনপির আন্দোলনের কোন ভিত্তি নেই : শিক্ষামন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     27 June, 2023     06:47 PM    


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোন আন্দোলন হয় না। জনবিচ্ছিন্ন থেকে কোন দল আন্দোলন করতে পারে না। সে কারণে বিএনপির আন্দোলনের কোন ভিত্তি নেই। তারা শুধুমাত্র হাঁকডাকে সীমাবদ্ধ থাকে। যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরশাসন ও কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে- তাদের হাতে কখনো গণতন্ত্র নিরাপদ নয়, ছিলোও না। বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে, সুস্থ মন ও সুস্থ দেহের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা প্রতিটি বিদ্যালয়ে চলমান রাখতে হবে। 

মঙ্গলবার (২৭ জুন)  চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গণি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের রানার্স আপ দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নকীবুল ইসলাম চৌধুরী ও বিদ্যালয় প্রধান শিক্ষক  মোঃ আব্বাস উদ্দিন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. রনজিত রায় চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে গণি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে মন্ত্রী বিদ্যালয়ের প্রত্যেক খেলোয়াড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চাঁদপুর চাঁদপুর সদর