| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন জামানত হারালেন হাতপাখা-লাঙলসহ গাজীপুরের ছয় মেয়রপ্রার্থী


জামানত হারালেন হাতপাখা-লাঙলসহ গাজীপুরের ছয় মেয়রপ্রার্থী


রহমত নিউজ     27 May, 2023     10:58 AM    


সদ্য সমাপ্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার চেয়ে ১৬ হাজারের বেশি ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন নৌকার প্রার্থী আজমত উল্লা খান। যদিও বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে মেয়র পদে লড়েছেন আটজন।

তবে ভোট কম পাওয়ার কারণে ইসির নিয়ম অনুয়ায়ী জায়েদা খাতুন আর আজমত উল্লা ছাড়া বাকি ছয়প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বেসরকারি ফলের তথ্য অনুযায়ী, এই সিটির ১১ লাখ ৮৯ হাজার ৪৬৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন, যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৫ শতাংশ।

আর গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, বিজয়ী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

ইসি কর্মকর্তারা জানান, জামানত রক্ষা করতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে প্রদত্ত ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ পেতে হবে। এই সিটিতে ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০টি। সেই হিসেবে জামানত বাঁচাতে প্রত্যেক প্রার্থীর কমপক্ষে ৭১ হাজার ৮৮১ ভোট প্রয়োজন ছিল। সেই হিসাবে বিজয়ী জায়েদা খাতুন ও নৌকার আজমত উল্লা খান ছাড়া বাকি ছয়জন মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম মাছ মার্কা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন লাঙল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট, , জাকের পার্টির প্রার্থী মো. রাজু আহাম্মেদ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. হারুন-অর-রশীদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম হাতি মার্কায় পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।

গাজীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর হোসেন বলেন, নির্বাচনে বিজয়ী প্রার্থী জায়েদা খাতুন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার আজমত উল্লা খান মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগের বেশি ভোট পেয়েছেন। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে না। কিন্তু মেয়র পদের অপর ৬ প্রার্থী নির্বাচনী আইন অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ৭১ হাজার ৮৭১ ভোটের কম পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হবে। -আরটিভি।