| |
               

মূল পাতা জাতীয় সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ হজ্বযাত্রী


ফাইল ছবি

সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ হজ্বযাত্রী


রহমত নিউজ     25 May, 2023     11:05 AM    


চলতি হজ্ব মৌসুমের চতুর্থ দিনে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৯ হাজার ৭৮৯ জন হজ্বযাত্রী।

বুধবার (২৪ মে) দিবাগত মধ্যরাতে (২টা ৫৯ মিনিট) হজ্বযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্ব অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ্ব পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়েছে, সৌদিতে পৌঁছানো হজ্বযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৭৩২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৬০৫৭ জন। এসময় পর্যন্ত ভিসা পেয়েছেন ৪১ হাজার ৭১৮ জন হজ্বযাত্রী। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন এবারের পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজ্বযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২২ জুন। অন্যদিকে হজ্ব পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজ্বযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। হজ্ব কার্যক্রমে অংশগ্রহণকারী হজ্ব এজেন্সির সংখ্যা ৬০৩টি।