| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, আ.লীগের ১১ নেতা বহিষ্কার


বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, আ.লীগের ১১ নেতা বহিষ্কার


রহমত নিউজ     12 March, 2023     06:29 AM    


দলীয় প্রার্থীর বিরোধী হয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার দায়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নে আওয়ামী লীগের ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) তাদের বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ওয়াহেদ মুরাদ এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, চরআলগী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল বারী, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন নজরুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ মাঝি, সদস্য ছাইফুল মালেক পিনু, জাফর আলী নিশাদ, মিলাদ উদ্দিন, মো. মামুন, নোমান উদ্দিন মাল, নুর সোলেমান মামুন, মো. বাবলু ও এনায়েতুল মাওলা।

দলীয় সূত্র জানায়, আগামী ১৬ মার্চ রামগতির চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে জাকির হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত ৫ মার্চ তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে তার পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের আরও ১১ জন নেতা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ওয়াহেদ মুরাদ জানান, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার দায়ে ওই ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।