12 March, 2023 07:04 AM
ইসলাম ডেস্ক
মানুষের চিরশত্রু হলো বিতাড়িত শয়তান। এই শয়তান থেকে বেঁচে থাকতে পারলে দুনিয়া ও আখেরাত কামিয়াব। শয়তানের বিভিন্ন ধোকা আর প্রোরচনা থেকে বেঁচে থাকতে আখেরী নবী ও বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন বিশেষ একটি দোয়া।
দোয়া টি হলো-
لا إِلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ المُلْكُ وَلَهُ الحَمدُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
অর্থঃ আল্লাহ তা’আলা ব্যতীত কোন মাবুদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। সর্বময় রাজত্ব একমাত্র তাঁরই জন্য। তাঁরই জন্য সকল প্রশংসা। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান ।
এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় ১০ বার পড়লে আল্লাহ্ তায়ালা শয়তান থেকে রক্ষা করবেন।
ফযীলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা এ দু'আটি ১০ বার পাঠ করবে তার একটি গোলাম আযাদ করার সওয়াব হবে, দশটি নেকী লেখা হবে, দশটি গুনাহ মাফ হবে এবং দশটি মর্যাদা বুলন্দ হবে। আর এটি তার জন্য সন্ধ্যা পর্যন্ত শয়তান থকে রক্ষামূলক ব্যবস্থা হবে। যে ব্যক্তি সন্ধ্যা বেলায় দু'আটি পাঠ করে সকাল পর্যন্ত সে একই ফযীলত লাভ করবে। (আবু দাউদ হাদীস নং-৫০৩৮, ৫০৭৯)