| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বাংলাদেশ পুলিশ পশ্চিমা ও উন্নত দেশের কাছে অনুকরণীয় : আইজিপি


বাংলাদেশ পুলিশ পশ্চিমা ও উন্নত দেশের কাছে অনুকরণীয় : আইজিপি


রহমত নিউজ ডেস্ক     15 February, 2023     11:03 PM    


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামীতে নির্বাচনী যেকোনো চ্যালেঞ্জ ও দায়িত্ব সফলভাবে পালন করবে পুলিশ। আমরা নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যে দায়িত্ব দেবে, পুলিশ তা যথাযথভাবে ও পেশাদারত্বের সঙ্গে পালন করবে। এ দায়িত্ব পালন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন বিশ্বে রোল মডেল, বাংলাদেশ পুলিশ শত বছরের একটি বাহিনী। বিগত দিনে পুলিশ সফলভাবে সব দায়িত্ব পালন করেছে। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ পশ্চিমা ও উন্নত দেশের কাছে অনুকরণীয়। আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে কীভাবে সফল হয়েছি, এ বিষয়ে তাঁরা আমাদের কাছে জানতে চায়, অভিজ্ঞতা নিতে চায়।

আজ (১৫ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজের প্রতিষ্ঠাতা সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, টুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ মফিজুর রহমান, অতিরিক্ত উপমহাপরিদর্শক সাইফুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক পারভেজ হাসান ও পুলিশ সুপার সাইফুল হক। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।