| |
               

মূল পাতা সারাদেশ জেলা আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি : আইজিপি


আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি : আইজিপি


রহমত নিউজ ডেস্ক     13 February, 2023     07:31 PM    


পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী পুরোনো প্রতিষ্ঠান। আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রতিনিয়িত কাজ করছে পুলিশ। প্রতিনিয়ত আমাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করতে হয়। এই কাজ করার জন্য যে দক্ষতা, অভিজ্ঞতা, সামর্থ্য ও সক্ষমতা প্রয়োজন তা বাংলাদেশ পুলিশের রয়েছে। সেটা দিয়েই আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।

আজ (১৩ ফেব্রুয়ারি) সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।

আইজিপি বলেন, বাংলাদেশের যেকোন রাজনৈতিক দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেই পারে এবং করবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করে। তবে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য দেশের মানুষের শান্তি বিঘ্নিত করে, সাধারণ মানুষের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, সাধারণ মানুষের ওপর আক্রমণ করে, অগ্নিসংযোগ করে অথবা এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বাধাগ্রস্ত হয়, এক্ষেত্রে আইন অনুযায়ী যা যা করণীয়, তা করতে প্রস্তুত আছে পুলিশ। সেই সক্ষমতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা আমাদের রয়েছে। ইতোপূর্বে এমন পরিস্থিতি যেভাবে পুলিশ মোকাবিলা করেছে, ভবিষ্যতেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।  নারায়ণগঞ্জকে ঐতিহ্যবাহী শহর, নারায়ণগঞ্জের মানুষ বেশ শান্তিপ্রিয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই জনপদ আগেও পুলিশের পাশে ছিল, এজন্য আমি নারায়ণগঞ্জবাসীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনারা ভবিষ্যতেও এভাবেই পুলিশকে সহযোগিতা করবেন।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর