| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন গভীর রাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের বিক্ষোভ


গভীর রাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের বিক্ষোভ


রহমত নিউজ     28 January, 2023     09:55 AM    


নবনির্মিত হলে আসন বরাদ্দের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ড. মো. নুরুল আলমের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্রীরা।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পাসের ফজিলাতুন্নেছা হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন। এ সময় তারা সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করে চারটি দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, নতুন হলের নামকরণ ফজিলাতুন্নেছা করতে হবে, রাতেই লটারির মাধ্যমে ছাত্রীদের হল বরাদ্দ দিতে হবে, সবার আগে ফজিলাতুন্নেছা হলের ছাত্রীদের নতুন হলে আসন দিতে হবে ও হলে কক্ষ বরাদ্দের ক্ষেত্রে কোনো পলিটিক্যাল ব্লক করা যাবে না।

বিক্ষোভকারীদের কাছ থেকে জানা যায়, হল প্রশাসনের নোটিশের প্রেক্ষিতে ২৮ জানুয়ারি সকালে হল স্থানান্তরের প্রস্তুতি নেন ছাত্রীরা। পরে রাতে জানতে পারেন তারিখ পরিবর্তন হয়েছে এবং ছাত্রীদের তালিকা নতুন হলের প্রভোস্টের কাছে না পৌঁছানোর কারণে কক্ষ বন্টন হয়নি। এই সমস্যার সমাধানের জন্যই তারা উপাচার্যের কাছে এসেছেন।

এ ব্যাপারে ক্যাম্পাসের ফজিলাতুন্নেছা হলের ছাত্রী সাবিহা ইসরাম বলেন, বারবার আশ্বাসের পরেও আমাদের নতুন হলে ওঠানো হচ্ছে না। আমাদের দাবি, নতুন হলের পাঁচতলা পর্যন্ত আমাদের (ফজিলাতুন্নেছা) হলের শিক্ষার্থীদের নিতে হবে।

এদিকে, ছাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, ১৮ নং হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ছায়েদুর রহমান, ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক এটিএম আতিকুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এসে উপস্থিত হন। এ সময় তারা ছাত্রীদের হলে ফিরে যেতে অনুরোধ করেন।

ছাত্রীদের হল স্থানান্তরে ব্যাপারে অধ্যাপক এটিএম আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের শনিবার (২৮ জানুয়ারি) হল শিফট করার কথা। নতুন হলের প্রভোস্ট লটারির মাধ্যমে ঠিক করবেন ছাত্রীদের কে কোন কক্ষে থাকবেন। যাদের নাম তালিকায় এসেছে কেবল তাদেরকেই স্থানান্তর করা হবে। এই আন্দোলন অমূলক।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, যেহেতু মধ্যরাতে ছাত্রীরা এখানে এসেছে তাই আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আশা করি, সমাধান হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন।