| |
               

মূল পাতা রাজনীতি 'জাতীয় ঐতিহ্যের সাথে মানানসই শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে'


'জাতীয় ঐতিহ্যের সাথে মানানসই শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে'


রহমত নিউজ     24 January, 2023     09:54 PM    


বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ মোফাচ্ছির হোসাইন বলেছেন, ইসলাম বিদ্বেষী বিষয় বাদ দিয়ে দেশ ও জাতীয় ঐতিহ্যের সাথে মানানসই শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক ও বিতর্কিত শিক্ষা সিলোবাস দেশের জনগণ কিছুতেই মেনে নেবেনা।

সোমবার (২৩ জানুয়ারী) কামরাঙ্গীরচরে খেলাফত ছাত্র আন্দোলন জামিয়া নূরিয়া মাদ্রাসা শাখার প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুর আলম আকন্দ, প্রচার সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখ।  প্রশিক্ষণ কর্মশালায় সংগঠন, ইসলামী সরকারের ভিত্তি, ইসলামী সরকারের গুণাবলী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

মোফাচ্ছির হোসাইন আরও বলেন, একটি কুচক্রীমহল ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাস প্রণয়ন  করেছে। এই সিলেবাস  ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের বিধি-বিধান অস্বিকারকারী হিসেবে তৈরী করবে। অদক্ষ ও অসৎ ব্যক্তিদের সিলেবাস প্রণয়ণের দায়িত্ব থেকে অব্যহতি দিতে হবে।