| |
               

মূল পাতা সারাদেশ জেলা ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ


ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ


মফস্বল ডেস্ক     03 January, 2023     02:36 PM    


গাজীপুরের শ্রীপুর বাজার এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গরুহাটা ময়লার স্তূপ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শ্রীপুর বাজার এলাকার গরুহাটা ময়লার স্তূপে ওই নবজাতকটির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর শ্রীপুর