| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারি অফিসে টিকটক নিষিদ্ধ


যুক্তরাষ্ট্রের সরকারি অফিসে টিকটক নিষিদ্ধ


রহমত নিউজ     28 December, 2022     12:30 PM    


জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটককে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি অফিসগুলো। অর্থাৎ এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারি অফিসের মোবাইলগুলোতে ব্যবহার করা যাবে না টিকটক অ্যাপ। মূলত, নিরাপত্তা জনিত কারণেই এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন হাউসের প্রধান প্রশাসনিক কার্যালয়।

মঙ্গলবার দেশটির আইন প্রণেতা এবং কর্মীদের পাঠানো একটি ইমেইলে হাউসের প্রধান প্রশাসনিক কার্যালয় জানায়, ‘সাইবারসিকিউরিটি অফিস টিকটক মোবাইল অ্যাপ্লিকেশনটিকে বেশ কয়েকটি নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যবহারকারীদের জন্য একটি উচ্চ ঝুঁকি বলে মনে করেছে।

আপনার হাউসের মোবাইলে টিকটক অ্যাপ থাকলে, এটি সরানোর জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে। ’
এর আগে গত মাসে মার্কিন এফবিআই কর্মকর্তাদের দ্বারা সতর্কতার সাথে টিকটকে সংগৃহীত ডেটা যাচাই-বাছাই করা হয়। এবং বলা হয় টিকটকে সংগৃহীত ডেটা বেইজিংয়ের প্রশাসন দ্বারা দূষিতভাবে ব্যবহার করা হচ্ছে।  

এর জবাবে টিকটক তখন জানায়, এটি চীনে মার্কিন ব্যবহারকারীর ডেটা সংরক্ষণ করে না। যদিও আইন সরকারকে কোম্পানিগুলোর অভ্যন্তরীণ তথ্য হস্তান্তর করতে বাধ্য করার অনুমতি দেয়।