| |
               

মূল পাতা সারাদেশ জেলা দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার


দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার


রহমত নিউজ     25 November, 2022     08:21 AM    


গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি মুদি দোকান থেকে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে একটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল অবৈধ বিক্রয়ের জন্য মজুদ রাখা হয়। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই মুদি দোকান থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল ছিল। অভিযানের সময় ব্যবসায়ী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন, অভিযান চালিয়ে দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এসব সরকারি চাল দোকানে বিক্রি ও মজুদ রাখার কোনো নিয়ম নেই। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর