| |
               

মূল পাতা সারাদেশ জেলা গাজীপুরে তুলার কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


প্রতীকী ছবি

গাজীপুরে তুলার কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


রহমত নিউজ     25 November, 2022     12:30 PM    


গাজীপুরের ভবানীপুরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুরে মোশারফ কম্পোজিট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 আগুন লাগের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।  

উপ-পরিচালক জানান, শুক্রবার সকাল ৯টা ১০মিনিটে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।  


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর