| |
               

মূল পাতা সারাদেশ জেলা গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু


গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু


রহমত নিউজ ডেস্ক     12 November, 2022     11:33 AM    


গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মজিবুর রহমান নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান (৩৫) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত মজিবুর রহমান কৃষি কাজ করেন। শনিবার সকালে বাড়ির পাশের কলাবাগানে সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিতে বিদ্যুৎ চালিত মোটর চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় কেউ অবহিত করেননি।  বিস্তারিত খোঁজ নেওয়া হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর শ্রীপুর