| |
               

মূল পাতা ইসলাম জুমার বয়ান সন্তানদের সুশিক্ষা দিতে হবে : মুফতি রুহুল আমিন


সন্তানদের সুশিক্ষা দিতে হবে : মুফতি রুহুল আমিন


রহমত নিউজ ডেস্ক     11 November, 2022     09:21 PM    


বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন বলেছেন, গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবাহ ইস্তিগফার করতে হবে। শেষ রাতে মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিবো। সন্তানদের ধ্বংসের দিকে ঠেলে দেয়া যাবে না। দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সন্তানদের সুশিক্ষা দিতে হবে।

আজ (১১ নভেম্বর) শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।

মুফতি রুহুল আমিন বলেন, হাশরের ময়দানে চারটি প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক কদমও নড়তে পারবে না। প্রথম প্রশ্ন হবে হায়াতের জিন্দেগী কী ভাবে কাটিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কাল কী ভাবে অতিবাহিত করেছে। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার ঘর। পরীক্ষার পর আল্লাহ মূল্যায়ন করবেন। কিয়ামতের ভয়াবহতা যদি কেউ বুঝতো তা’হলে দুনিয়ার ভোগ বিলাসের কথা ভুলে যেতো। যারা আখেরাতের প্রস্তুতি নিবে তারা কঠিন হাশরের দিনে সবল থাকবেন। কিয়ামতের দিন আল্লাহ ৭ ব্যক্তিকে আরশের নীচে ছায়া দান করবেন।  সে দিকে আমাদের নজর দিতে হবে।