| |
               

মূল পাতা সারাদেশ গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের বেঁচে নেই কেউ


গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের বেঁচে নেই কেউ


রহমত নিউজ ডেস্ক     31 October, 2022     10:44 AM    


গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. আনোয়ার হোসেন (৩০)। রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ৫ জনের মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য জানান।

আইউব হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার আয়জুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস নেয়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর