| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল যুব জমিয়ত বাংলাদেশের নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা


যুব জমিয়ত বাংলাদেশের নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা


জামিল আহমদ     13 October, 2022     08:40 PM    


যুব জমিয়ত বাংলাদেশের জাতীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাংগঠনিক সম্পাদক করে আগামী সেশনের জন্য তিন বছর মেয়াদি ৬১ সদস্যবিশিষ্ট যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আজ (১৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানী ঢাকার দক্ষিণ শাহজাহানপুরস্থ মাহবুব আলী ইনস্টিটিউটে অনুষ্ঠিত কাউন্সিলে জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী নবগটিত কমিটি ঘোষণা করেন।

মাওলানা তাফহীমুল হকের সভাপতিত্বে এবং মাওলানা ইসহাক কামাল ও মাওলানা রুহুল আমীন নগরীর যৌথ পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে চিলেন, জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মতিউর রহমান গাজিপুরী, সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসীরুদ্দীন খান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, যুব বিষয়ক সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম, মুফতী গোলাম মাওলা, মাওলানা হাবীবুল্লাহ মাহমূদ কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা কবীর আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল বাক্বী, মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহীম ও মাওলানা সুলাইমান মাদানী প্রমুখ।

একনজরে যুব জমিয়ত বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা

সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জ, সহ সভাপতি মাওলানা কবির আহমদ সিলেট, মাওলানা ফেরদাউস মাহমুদ ঢাকা, খন্দকার গিয়াস উদ্দিন নারায়গঞ্জ, মাওলানা মামুনুল হক হবিগঞ্জ, মাওলানা আম্মার বারোকুঠি, মাওলানা সাইফুল্লাহ সাদী ব্রাহ্মণবাড়িয়া, মাওলানা কুতুব উদ্দিন ফরিদপুর ও মাওলানা মঈনুদ্দীন আল হাবীব ময়মনসিংহ।

সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল ঢাকা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহিল বাকী ময়মনসিংহ, মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম ঢাকা ও মাওলানা সুলাইমান মাদানী ঢাকা। সহ সাধারণ সম্পাদক মাওলানা জফির উদ্দিন সিলেট, মাওলানা আবুল কালাম আযাদ কিশোরগঞ্জ, মাওলানা আরশাদ নুমান সুনামগঞ্জ, মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ সুনামগঞ্জ।

সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসীর আহমদ ঢাকা, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কালীমুল্লাহ মাহফুজ মুন্সীগঞ্জ, মাওলানা আশরাফুজ্জামান ময়মনসিংহ, মাওলানা লুৎফুর রহমান সিলেট, মাওলানা আবদুর রহমান জামিল ঢাকা, মাওলানা মাহমুদুল হাসান দিনাজপুর, মাওলানা ইমদাদ বিন জাকির বরিশাল ও মাওলানা আনিস বিন আবদুল আজিজ কুমিল্লা।

প্রচার সম্পাদক মাওলানা মাওলানা বশির আহমদ হবিগঞ্জ, সহ প্রচার সম্পাদক মাওলানা আতাউর রহমান টাঙ্গাইল। অর্থ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান নরসিংদী, সহ অর্থ সম্পাদক নূরুল ইসলাম সিলেট। সাহিত্য সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী সিলেট, সহ সাহিত্য সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী সিলেট। প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসরুর আহমদ ঢাকা, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওয়ালিউর রহমান আরশাদী নারায়ণগঞ্জ। সমাজসেবা সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সিলেট, সহ সমাজসেবা সম্পাদক মাওলানা জাকির হোসাইন রাজবাড়ী। দফতর সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন গাজীপুর, সহ দফতর সম্পাদক মাওলানা মুক্তাদির আহমদ ময়মনসিংহ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা গাজীপুর, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ। পাঠাগার সম্পাদক মাওলানা সোহাইল আহমদ সুনাগঞ্জ, সহ পাঠাগার সম্পাদক মাওলানা হাবিবুল্লা আশরাফ ঢাকা। দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা ইমাম হোসাইন জামালপুর, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল কাদির গাজীপুর। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা বদরুল ইসলাম রুম্মান মৌলভীবাজার, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আবদুল করিম দিলদার সিলেট, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম কিশোরগঞ্জ, প্রকশনা সম্পাদক মাওলানা জয়নুল আবিদীন হবিগঞ্জ, সহ প্রকশনা সম্পাদক মাওলানা আকরাম শেখ গাজীপুর।

সদস্য : মাওলানা ঈসা মাহমুদ ফরিদপুর, মাওলানা আলী আবেদীন সিলেট, মাওলানা ইবরাহিম খলিল নেত্রকোণা, মাওলানা মুনীর হোসাইন নরসিংদী, মাওলানা বায়োজিদ ঢাকা, হাফিজ মনসুর আহমদ সিলেট, মাওলানা ছালিক আহমদ সুনামগঞ্জ, মাওলানা মুকাররম হোসাইন শেরপুর, মাওলানা আইয়ুব আলী গাইবান্ধা, মাওলানা নাফিসুর রহমান মুন্সিগঞ্জ, মাওলানা আবদুল হামিদ পাঠান ঢাকা, মাওলানা মাহবুবুর রহমান শরীয়তপুর।