| |
               

মূল পাতা সারাদেশ মুফতী আব্দুল হালীম বোখারী ছিলেন বাংলাদেশের ইলমী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র'


মুফতী আব্দুল হালীম বোখারী ছিলেন বাংলাদেশের ইলমী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র'


রহমত ডেস্ক     30 June, 2022     01:08 PM    


দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সাবেক মুহতামিম মুফতী আব্দুল হালিম বোখারীর জীবন,কর্ম ও অবদান শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯জুন) চট্টগ্রাম পটিয়া বাড়ৈকাড়া কেন্দ্রীয় গাজী হামজা জামে মসজিদে মাওলানা মোজাম্মেল হক চৌধুরী সঞ্চালনায় ও বাড়ৈকাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্ব এ আয়োজন সম্পন্ন হয়েছে। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলটি আয়োজন করেন পটিয়া বাড়ৈকাড়া আল মাদরাসাতুল ইসলামিয়া ইউনিছিয়া আজিজুল উলুম মাদরাসা।  এতে আলোচনা করেন পটিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ওবাইদুল্লাহ হামজা,পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী,মাওলানা হাফেজ তৈয়ব,মাওলানা রেজাউল করিম বোখারী,ইনসাফ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মাওলানা মাহবুবুল মান্নান প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, মুফতী আব্দুল হালীম বোখারী ছিলেন বাংলাদেশের ইলমী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। গভীর জ্ঞান সম্পন্ন একজন পণ্ডিত আলেম। মুফতী বোখারীর ইন্তেকালে বাংলাদেশের আলেম-ওলামা ও দ্বীনদার মুসলিম সমাজ একজন সত্যিকারের অভিভাবক হারালো। দেশ হারালো একজন শ্রেষ্ঠ সন্তান। যার শূন্যতা পুরণ হবার নয়।

অনুষ্ঠানে মুফতী আব্দুল হালিম বোখারীর স্মরণে সংগীত পরিবেশন করেন মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা শোয়াইব আল হাসান, মাওলানা এমদাদ জমিরাবাদী ও মাওলানা ইমতিয়াজ।

জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর মুনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাপ্ত হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম পটিয়া