| |
               

মূল পাতা জাতীয় রাশিয়া ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে: খাদ্যমন্ত্রী


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

রাশিয়া ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে: খাদ্যমন্ত্রী


রহমত ডেস্ক     24 June, 2022     11:48 AM    


 খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গম আমদানির বিষয়ে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে রাশিয়া বাংলাদেশে ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে। ভারত থেকেও সরকারি ও বেসরকারি পর্যায়ে গম আমদানির বিষয়ে কথা চলছে।  

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এমপি শফিউল ইসলামের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিভিন্ন খাদ্যশস্যের সঙ্গে গম ও আটার দাম বেড়ে যাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গম আমদানির জন্য বিভিন্ন রপ্তানিকারক দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়া ২ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে। এ ছাড়া ভারত থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে গম আমদানির লক্ষ্যে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেওয়া হয়েছে। ’ 

মন্ত্রী বলেন, ‘সরকারি খাদ্য গুদামগুলোতে গত ২০ জুন সর্বমোট ১৫ লাখ ২১ হাজার টন খাদ্যশস্য মজুত ছিল। খাদ্যগুদামে শস্যের মজুত আরও বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ উৎস থেকে মোট ২০ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ কার্যক্রম চলমান এবং বৈদেশিক উৎস থেকেও গম আমদানির কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ’