| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত মহানবীকে কটূক্তির প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ


মহানবীকে কটূক্তির প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ


রহমত ডেস্ক     23 June, 2022     08:54 PM    


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে আইনজীবী সাইফুর রেজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। প্রতিবাদ সমাবেশে আইনজীবী সাইফুর রেজার বার কাউন্সিলের আইনজীবী সনদ বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

আজ (২৩ জুন) বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা।মিছিল শেষে আইনজীবীরা সমিতির সভাপতির রুমের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, অবিলম্বে সাইফুর রেজাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অ্যাডভোকেট আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সুপ্রিম কোর্টের সম্পাদক আব্দুন নূর দুলাল, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আওসাফুর রহমান বুলু, সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন, অ্যাডভোকেট অজি উল্লাহ, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু, অ্যাডভোকেট সুলতান আহমেদ, অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট মাইন উদ্দিন ফারুকী, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নজরুল, জাহাঙ্গীর আহমদ, ব্যারিস্টার সাদেক আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে গত ১৫ জুন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রেজার আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়। ওই দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ ঢাকা পোস্টকে বলেছিলেন, মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করায় অ্যাডভোকেট সাইফুর রেজার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত করা হয়েছে। জরুরি সভা ডেকে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এ ঘটনায় গত ১৫ জুন বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি সাইফুর রেজার কক্ষে চেয়ার-টেবিল ও বই রাখার তাক ভাঙচুর করেন তারা।