| |
               

মূল পাতা ইসলাম জুমার বয়ান ‘আইন পাশ করে মহানবীর অবমাননার শাস্তি দিতে হবে’


‘আইন পাশ করে মহানবীর অবমাননার শাস্তি দিতে হবে’


রহমত ডেস্ক     10 June, 2022     06:21 PM    


ভারতে বিজেপি মুখপাত্র কর্তৃক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহাকে অপমান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, তাদের এ আপত্তিকর মন্তব্যে বিশ্বের কুটি কুটি মুসলমান চরম ভাবে ক্ষুব্ধ। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী চলমান আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান তিনি।

আজ (১০ জুন) শুক্রবাররাজধানীর কামরাঙ্গীরচরে রহমতিয়া জামে মসজিদে জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।

মুফতি মহিউদ্দীন আরো বলেন, সকল নাস্তিক-মুরতাদ ও মহানবী সা. এর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষে আন্তর্জাতিক আইন পাশের দাবিতে সারাবিশ্বের মুসলমানদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পরতে হবে। বাতিলের ভয়-ভীতি ও হুংকারের পরোয়া নাকরে আল্লাহ ও রাসুলের ইজ্জত রক্ষ‌্যায় মহান আল্লাহ তায়ালার উপর ভরসা করে এগিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত মহানবী সা. এর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাশ করা না হবে ততদিন পর্যন্ত ঈমানের তাগিদেই মুসলমনাদেরকে আন্দোলন চলিয়ে যেতে হবে । মুসলিম পিছু হটার জাতি না, হয় শহীদ না হয় গাজী দু’টার কোন একটা পথ আমাদেরকে বেছে নিতে হবে।