| |
               

মূল পাতা সারাদেশ চন্দ্রায় পোশাক কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ


প্রতীকী ছবি

চন্দ্রায় পোশাক কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ


রহমত ডেস্ক     18 May, 2022     02:03 PM    


গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার চন্দ্রা এলাকায় রায়হান নামের ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম। তিনি বলেন, পোশাক কারখানাটির ৫ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আশপাশের ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর কালিয়াকৈর