| |
               

মূল পাতা সারাদেশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক যুবককে কুপিয়ে খুন


মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক যুবককে কুপিয়ে খুন


রহমত ডেস্ক     03 March, 2022     10:53 AM    


গাজীপুরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। বুধবার (২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর দিঘিরচালা এলাকার প্রভাতি স্কুলের সামনে পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হয়। নিহত ব্যক্তি বারবৈকা দক্ষিণপাড়া এলাকার মোস্তফার ছেলে কবির হোসেন (৩২)।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বুধবার (২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর ১৬নং ওয়ার্ডের দিঘিরচালা এলাকায় প্রভাতি স্কুলের সামনে অজ্ঞাতনামা পরিচয়ের দুর্বৃত্তরা কবির হোসেনের গলায় ধারোলো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হতে পারে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, নিহত কবির হোসেনের ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর