| |
               

মূল পাতা সারাদেশ টঙ্গীতে আগুনে পুড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু


টঙ্গীতে আগুনে পুড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু


রহমত ডেস্ক     19 February, 2022     11:34 AM    


গাজীপুরের টঙ্গীতে বাড়িতে লাগা আগুনে পুড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাগার ঝিনু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাছাত্রের নাম আব্দুর রহমান জাবেদ (৮)।

আব্দুর রহমান ময়মনসিংহ কোতোয়ালী থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পাগার ঝিনু মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয় এবং একটি ঘর ভস্মীভূত হয়। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর