| |
               

মূল পাতা রাজনীতি এই নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না : ফখরুল


এই নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না : ফখরুল


রহমত ডেস্ক     19 February, 2022     01:42 PM    


নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন তৈরি করা হচ্ছে। আমরা আগেই বলেছি, এই নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না যদি নির্বাচনকালে সরকার পরিবর্তন না হয়। সেটা নির্দলীয় হতে হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত 'স্মৃতির অ্যালবাম' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন,  শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি গঠন করে জনগণের সঙ্গে প্রতারণা করে আবারও অতীতের মতো নির্বাচন কমিশন বানিয়ে ক্ষমতাকে তারা পাকাপোক্ত করতে চায়। একদলীয় শাসন ব্যবস্থা করতে চায়।

তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে নিরপেক্ষ সার্চ কমিটি দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর দলীয় সরকার নয়, নির্বাচনকালীন সরকারও নিরপেক্ষ হতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।