| |
               

মূল পাতা সারাদেশ চাঁদপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৪


চাঁদপুর জেনারেল হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারি

চাঁদপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৪


রহমত ডেস্ক     03 February, 2022     08:08 AM    


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের সিএনজিচালক জসিম উদ্দিন (৫০), শহরের পুরান বাজার এলাকার হানিফ বেপারী (২৮) এবং একই এলাকার নুপুর (১৪)। নিহত হওয়ায় ৭০ বছর বয়সী এক নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত হয়েছেন হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁদপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিটি মতলবে যাওয়ার পথে বরদিয়া আড়ংবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিচালক জসিম ঘটনাস্থলেই মারা যান। যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। 

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন, এই সময় যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চাঁদপুর মতলব দক্ষিণ