| |
               

মূল পাতা ইসলাম জুমার বয়ান ‘ইসলাম মানুষের মাঝে বিভক্তিকে অনুমোদন করে না’


‘ইসলাম মানুষের মাঝে বিভক্তিকে অনুমোদন করে না’


রহমত ডেস্ক     07 January, 2022     05:06 PM    


বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী বলেন, ইসলামই সঠিক ধর্ম। যার মধ্যে বাড়াবাড়ি নেই ছাড়াছড়ি নেই এবং কোন বক্রতাও নেই। ইসলাম মানুষের মাঝে মুসলমানের মাঝে বিভক্তিকে অনুমোদন করে না। তাইতো আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘নিশ্চয়ই সমস্ত মুমিন ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের কল্যাণ কামনা করো আর আল্লাহকে ভয় করো আল্লাহ তায়ালা তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন।’ আজ (৭ জানুয়ারি) শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।

মুফতি এহসানুল হক জিলানী বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের জন্য যেই জিনিসটা ভালোবাসে সেটা তার অপর ভাইয়ের জন্য ভালো না বাসবে। ইসলাম এমন এক ধর্ম যা গরিব ধনী শক্তিশালী দুর্বল রাজা প্রজা এর মাঝে পার্থক্য পছন্দ করে না। বরং প্রত্যেকের মাঝে ইনসাফ প্রতিষ্ঠার দাবি রাখে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো আর এটাই হল তাক্বওয়ার অধিক নিকটবর্তী।’ হাদীস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘প্রকৃত মুসলমান সেই যার হাত এবং যবান থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে। নিশ্চয় ইসলাম কারো প্রতি জুলুম করে না এবং জুলুমকে সমর্থনও করে না বরং মানুষকে শান্তি দয়া ও মহব্বতের প্রতি আহবান করে।’  হাদীস শরীফে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহ তায়ালা কেয়ামত দিবসে বলবেন, আমার মহব্বতকারীরা কোথায় ? আমার ইজ্জতের কসম, আমি আজকে তাদেরকে আমার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করব। যেদিন আমার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না।’ আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলামের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমীন।