| |
               

মূল পাতা ইসলাম পূজামণ্ডপে কুরআন অবমাননার নিন্দা আল্লামা সুলাইমান নোমানীর


পূজামণ্ডপে কুরআন অবমাননার নিন্দা আল্লামা সুলাইমান নোমানীর


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 October, 2021     07:49 PM    


কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে কুরআন অবমাননা করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলিফা, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী।

বুধবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ। হাজার বছর ধরে এ দেশে মুসলিম, হিন্দু,খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মালম্বীরা  শান্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করে আসছে। সব ধর্মের লোকেরা তার ধর্ম নিয়ে শান্তিতে বাঁচতে চায়। দেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এবং দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর জন্য কতিপয় হিন্দু উগ্রবাদী পূজা মণ্ডপে সংখ্যাগরিষ্ঠ মুসলামানের দেশে মুসলমানদের ধর্মীয় কিতাব আল-কুরআন অবমাননা করে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এবং উস্কানি দিয়েছে।

তিনি বলেন, যারা এ কাজ করেছে তারা ধর্ম, দেশ, জাতি ও মানবতার শত্রু। এই ঘৃণিত কাজের জন্য অপরাধীদেরকে দ্রুত আইনের আওয়ায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশের সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।

/জেআর/