| |
               

মূল পাতা জাতীয় মগবাজার ট্রাজেডি: নিচতলায় পাওয়া গেছে হাইড্রোকার্বন


মগবাজার ট্রাজেডি: নিচতলায় পাওয়া গেছে হাইড্রোকার্বন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 June, 2021     02:26 PM    


মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে ৭ জন মারা গেছেন। এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলমান।

সোমবার (২৮ জুন) বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন, মগবাজারে শরমা হাউসের নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে। হাইড্রোকার্বন হলো প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। তবে শুধুমাত্র গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনাটি অস্বাভাবিক।

এ সময় তিনি আরও জানান, এখন পর্যন্ত কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানা সম্ভব হয়নি। শুধুমাত্র গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক। তদন্ত সাপেক্ষে আসল কারণ জানা যাবে। তারা তথ্যউপাত্ত সংগ্রহের কাজ করছেন।

প্রসঙ্গত, এ ঘটনায় এখন পর্যন্ত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।

/জেআর/