| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তানের আরও ৩ জেলা


তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তানের আরও ৩ জেলা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     15 June, 2021     12:43 PM    


আফগানিস্তানের বিভিন্ন বিভাগ ও অঞ্চলে দখল প্রতিষ্ঠা করছে তালেবান। এবার নতুন করে আরও তিনটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। নতুন দখলে নেওয়া জেলা তিনটি হলো-  কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলা, শের-ই-পুল প্রদেশের সায়েদ জেলা ও কুন্দুজ প্রদেশের আলিয়াবাদ জেলা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি জানান, তালেবান খান আবাদ এবং সায়েদ জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া সংঘর্ষের পর সেনাদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্রও এবং সামরিক সরঞ্জাম জব্দ করেছে করা হয়েছে।

জানা গেছে, গত রোববার (১৩ জুন) রাতে দেশটির কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলা এবং শের-ই-পুল প্রদেশের সায়েদ জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তালেবান। এর আগে শনিবার (১২ জুন) কুন্দুজ প্রদেশের আলিয়াবাদ জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান।

/জেআর/