| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ এখনো চলছে : ইরান


আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ এখনো চলছে : ইরান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 June, 2021     03:38 PM    


ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ এখনো চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেন, বাইডেনকে ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরে আসতে হবে। কারণ, ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ এখনো চলছে।

শুক্রবার (১১ জুন) রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান খাতিবজাদে। তিনি বলেন, ইরানের কয়েক ব্যক্তির নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা ভিয়েনায় চলমান সংলাপের ওপর কোনো প্রভাব ফেলবে না। এ বিষয়টিকে আমেরিকার সদিচ্ছার প্রমাণ হিসেবেও দেখছে না তেহরান।

খাতিবজাদে বলেন, বাইডেনকে ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ বন্ধ করতে হবে এবং কার্যকরভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একথা প্রমাণ করতে হবে যে, ট্রাম্পের ব্যর্থ হয়ে যাওয়া নীতি এখন আর ওয়াশিংটন অনুসরণ করছে না।