| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ১২শ’ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল গাজা কর্তৃপক্ষ


১২শ’ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল গাজা কর্তৃপক্ষ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 June, 2021     01:39 PM    


১২শ’ ইসরায়েলি অবিস্ফোরিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, ট্যাংক ও কামানের শেল ধ্বংস করেছে গাজা কর্তৃপক্ষ। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা করার সময় এগুলো নিক্ষেপ করেছিল। খবর আনাদোলু এজেন্সির।

গত শনিবার (০৫ জুন) গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় কাজ করা বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিকাদ‘১১ দিনে গাজার বিভ্ন্নি অঞ্চলে ইসরায়েলের ভারী গোলাবর্ষণের পর যেসব অবিস্ফোরিত গোলা রয়ে গেছে, তা নিষ্ক্রিয় করতে বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দল কাজ করে যাচ্ছেন।
যে বোমাগুলো ইসরায়েল নিক্ষেপ করেছে তা যদি বিস্ফোরিত হতো, তাহলে আশেপাশের এলাকাগুলোতে বিপুলসংখ্যক মানুষ মারা যেত। এ বোমাগুলো একটি গণহত্যার কারণ হতো বলেও মোহাম্মদ মিকাদ জানান।

তিনি বলেন, ইসরায়েলের অবরোধের কারণে বোমা নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত বিশেষজ্ঞদের সুরক্ষা সামগ্রীগুলো গাজাতে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাদের কাজ করাটা আরো কষ্টকর হয়ে যাচ্ছে।