| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব বাগদাদে আমেরিকার কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা


বাগদাদে আমেরিকার কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     06 June, 2021     11:48 AM    


আবারও ইরাকে মার্কিনিদের স্থাপনায় হামলার ঘটনা ঘটল। এবার রাজধানী বাগদাদের মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে। খবর প্রেস টিভির।

শনিবার (০৫ জুন) রাতে বাগদাদের মার্কিন ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টারে হামলা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েনে মারত্তো।

তিনি বলেন, ‘প্রাথমিক রিপোর্টে জানা গেছে, স্থানীয় সময় শনিবার রাত সোয়া ১২টার দিকে কূটনৈতিক কেন্দ্র লক্ষ্য করে একটি রকেট ছোঁড়া হয়। রকেটটি কেন্দ্রের কাছে পড়ে, তবে কোনও হত্যাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মার্কিন সেনা মুখপাত্র বলেন, ‘এ ধরনের হামলায় ইরাকে জাতীয় সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়।’ তবে বাস্তবতা হচ্ছে আমেরিকা নিজেই ইরাক সরকারের ইচ্ছার বিরুদ্ধে সেখানে সেনা পাঠিয়ে অনেকটা দখলদারিত্ব কায়েম করে রেখেছে।

উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকের সাদ্দাম সরকারের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এমন অজুহাতে হামলা চালায় যুদ্ধবাজ আমেরিকা। তবে এখন পর্যন্ত গণবিধ্বংসী অস্ত্র থাকার কোনো প্রমাণ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরাকিরা প্রচণ্ডভাবে মার্কিনবিরোধী। সেখানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে প্রায়ই হামলা চালায় ইরাকের বিভিন্ন দেশপ্রেমিক গোষ্ঠী। সাদ্দাম সরকারের পতন ঘটিয়েও এত বছর পরও আমেরিকা কেনও সেখান থেকে সেনা প্রত্যাহার করছে না- এ নিয়েও ইরাকিদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে।