| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না : পররাষ্ট্রমন্ত্রী


আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না : পররাষ্ট্রমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     26 May, 2021     03:33 PM    


ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন,‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না।’

বুধবার (২৬ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যত দিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি না দিচ্ছি, তত দিন কোনো বাংলাদেশি সেখানে যেতে পারবেন না। কোনো বাংলাদেশি সেখানে গেলে শাস্তি পেতে হবে।’

কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান খুব সুস্পষ্ট। ফিলিস্তিন নীতিতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি।’

এর আগে, বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে’ কথাটি বাদ দেওয়ায় দেশে-বিদেশে সমালোচনা শুরু হয়। তখন সরকারের তরফ থেকে জানানো হয়, পাসপোর্টের ‘আন্তর্জাতিক মানের স্বার্থে’এটি করা হয়েছে। তবে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে যাচ্ছে না বাংলাদেশ। ওই অংশটি বাদ পড়ায় ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানও হতাশা প্রকাশ করে বক্তব্য দিয়েছিলেন।