| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব লড়াইয়ের প্রস্তুতি : গাজায় ফিলিস্তিনিদের সামরিক মহড়া


লড়াইয়ের প্রস্তুতি : গাজায় ফিলিস্তিনিদের সামরিক মহড়া


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 April, 2021     04:23 PM    


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেড সামরিক মহড়া চালিয়েছে। ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতি প্রদর্শন করার জন্য এই সামরিক মহড়া চালানো হয়। গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে ‘কার্যকর প্রতিশ্রুতি’ নামে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গাজার স্থল এবং সমুদ্র ভাগে প্রতিরোধ যোদ্ধারা নানা রকমের যুদ্ধ-দৃশ্যের অবতারণা করে। ইহুদিবাদী ইসরাইলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র আল-কুদস শহরে যে সহিংসতা চালাচ্ছে গতকালের মহড়ার মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেয়া হয়েছে।

মুজাহিদিন ব্রিগেডের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনুষ্ঠিত এ মহড়ায় ফিলিস্তিনের হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এ দুই সংগঠনের নেতারা কুদস শহরে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।

আল-কুদস শহরে গত কয়েকদিনের সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত ও প্রায় শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। মাঝেমধ্যেই সেখানে ইহুদিবাদীরা মিছিল বের করছে এবং আরবদের ধ্বংস কামনা করে স্লোগান দিচ্ছে।
সূত্র : পার্সটুডে